আমরা নকিয়া সেটে bluetooth file manager নামে একটি সফট্ওয়্যার ইউজ করি যার মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইলের মেমোরিতে আছে এমন সব ফাইল ব্রাউজ করে ব্লু টুথ এর মাধ্যমে কপি করা যায় ।সকল প্রকার চায়না সেটে এই অপশনটি বিল্ড ইন থাকে ।অর্থাত্‍ কোন সফট্ওয়্যার ছাড়াই উপরের কাজটি করা যায় ।অনেকেই এটি জানে না ।যারা জানে না এই টিউনটি তাদের জন্য ।
  • ১.আপনার সেটের ব্লু টুথ অপশনে যান।বেশির ভাগ চায়না সেটে Menu>Extra তে ব্লু টুথ অপশনটি থাকে
  • ২.bluetooth>my device>inquiry new device.
  • ৩.কাঙ্খিত ডিভাইসটি বন্ড(bond/pair) করে নিন
  • ৪.এবার My device এ ফিরে গিয়ে Inquiry new device এর নিচে থেকে বন্ড করা ডিভাইসটি সিলেক্ট করুন
  • ৫.Option>connect>ftp profile
  • ৬.একটু পর Connected হয়ে গেলে আপনার মোবাইলের display তে Connected মোবাইলটির অন্তর্গত সবগুলো ফাইল দেখতে পাবেন ।
  • ৭.এখন একটি ফাইল নিতে চাইলে ফাইলটি সিলেক্ট করে Option>get নির্দেশ দিতে হবে ৮.আর সব ফাইল নিতে চাইলে Option>get all files.যদি বাছাই করে নিতে চান তবে যেটা যেটা নিবেন সেগুলো Option>add to list.পরবর্তীতে Option>get listed files.
সাধারন পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে ফাইল Transfer একটু দ্রুত হয়।যেমন-কোন কিছু কমপিউটার থেকে কপি করার চেয়ে কমপিউটারে কপি করতে তুলনামূলকভাবে কম লাগে।
টিউনটি ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER