আমাদের অনেক সময় নানা কারনে PDF কে Doc File এবং Doc কে PDF File এ
রূপান্তর করতে হয়।আর এই রুপান্তরের সহজ দুটি Software হল Pdf to word
converter এবং Do pdf।
Do pdf Software টি ২.৯৮ মেগাবাইট।এটি Download করা যাবে এখান হতে।
এর মাধ্যমে অতি সহজেই Word file কে Pdf file এ রুপান্তর করা যায়। Software
টি চালু করার পর প্রথমে আমরা যে Word file টি Pdf file এ রুপান্তর করতে
চাই তা Select র করে দিতে হবে।
এরপর Create Button এ Click করতে হবে।
এখন যে window আসবে তার ok Button এ Click করতে হবে।তাহলেই আমরা আমাদের কাংখিত File টি কে PDF Format এ পেয়ে যাব।
Pdf to word converter Software টি মাত্র ৫৮৭ কিলোবাইট। এটি Download করা যাবে এখান হতে। এর মাধ্যমে সহজেই Pdf file কে Word file এ রুপান্তর করা যায়। Software টি চালু করার পর নিম্নরুপ window পাওয়া যাবে
এখন আমরা যে File টিকে PDF থেকে Word
File এ রুপান্তর করতে চাই তা এর Add Pdf Document হতে Select করে দিতে
হবে।এখন Start Convert লেখা Button এ Click করতে হবে। এর পূর্বে বাঁ পাশের
Menu Bar হতে General Option, Character Position options, Graphical
option After এবং Conversion Option গুলো নিজের পছন্দমত Select করে দিতে
হবে। তাহলেই আপনারা কাংখিত word file টি পেয়ে যাবেন। আপনাদের সকলকে
ধন্যবাদ।
0 comments:
Post a Comment