আমরা যারা ব্লগার (Blogspot) ব্যবহার করে ব্লগিং করি তাদের জন্য ওয়ার্ডপ্রেস এর মত প্লাগইন ব্যবহার করার সুযোগ নেই। Recent Post, Related Post, Top viewed Post, Recent comment ইত্যাদি-র জন্য কোন প্লাগইন বা widget ব্লগার Template-এ দেওয়া থাকে না যার জন্য ব্লগারদের ভিসিটর অনেক কমে যায়।
আজ আমি আপনাদের বলবো Related Post widget কিভাবে ব্লগারে সংযুক্ত করতে হয়। যেমনঃ আমাদের টেকটিউনে প্রতিটি টিউনের নিচে কত গুলো টিউনের লিঙ্ক দেওয়া থাকে ওইটাই হলো Related Post widget বা আরো পড়ুন বা read More।
কথা না বাড়িয়ে চলুন শুরু করি
  • প্রথমে আপনি আপনার ব্লগার একাউন্টে লগইন করুন এবং ড্যসবোর্ডে প্রবেশ করুন।
  • একখান থেকে Template> Edit HTML (expand your widget templates-এ চেক বক্সে মার্ক করুন যা ডানদিকে উপরের দিকে )
  • এখন Ctrl+F চেপে </head > সার্চ করুন।
  • এরপর </head > এর পরিবর্তে নিন্মের কোড গুলো কপি করে template -এ পেস্ট করুন।
<!--Related Posts Scripts and Styles Start-->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<style>
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}
#related-posts .widget{
padding-left:6px;
margin-bottom:10px;
}
#related-posts .widget h2, #related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, “Times New Roman”, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:blue;
}
#related-posts a:hover{
color:blue;
}
#related-posts ul{
list-style-type:none;
margin:0 0 0px 0;
padding:0px;
text-decoration:bold;
font-size:15px;
text-color:#000000
}
#related-posts ul li{
background:transparent url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgro3Du-eXuqpGHiBn6feMNuOrZlbY1m0eOgcXwprthJR-0l-yNVNpKMG3OQdXNE9oOm7tyM-yJYkfOC7A06Sk524Lb7ifJkHB2dSiEPiN2PRKgtn9PmKEvt12b6iic7Ld1OMQm3DFBOs/s200/greentickbullet.png) no-repeat ;
display:block;
list-style-type:none;
margin-bottom: 13px;
padding-left: 30px;
padding-top:0px;}
</style>
<script type='text/javascript'>
var relatedpoststitle="Related Posts";
</script>
<script src='http://files.bloggerplugins.org/related/related.js' type='text/javascript'/>
</b:if>
<!--Related Posts Scripts and Styles End-->
</head>
  • যদি Related Post widget-এর টাইটেল পরিবর্তন করতে চান তা হলে নিচের কোড টা পরিবর্তন করুন।
var relatedpoststitle="Related Posts";
  • নিচের কোডটি খুজে বের করুন।
<div class='post-footer-line post-footer-line-1'>
অথবা
<p class='post-footer-line post-footer-line-1'>
  • আপনি যে লাইনটিই খুজে পান সেটি নিচের কোড দিয়ে পরিবর্তন করুন।
<!-- Related Posts Code Start-->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='related-posts'>
<b:loop values='data:post.labels' var='label'>
<b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels&amp;max-results=6&quot;' type='text/javascript'/></b:if></b:loop><a href='http://www.bloggerplugins.org/2009/08/related-posts-for-blogger-widget.html' style='display:none'>Related Posts Widget</a>
<script type='text/javascript'>
var currentposturl=&quot;<data:post.url/>&quot;;
var maxresults=5;
removeRelatedDuplicates(); printRelatedLabels();
</script>
</div>
</b:if>
<!-- Related Posts Code End-->
এই widget টি আপনার সাইট- এর লেবেল থেকে Related Post গুলো খুজে নিবে।
এই পোস্টির সূত্রঃ এখানে
বিঃদ্রঃ কোড গুলি প্রথমে কপি করে নোড প্যাড-এ পেস্ট করে তারপর template-এ পেস্ট করুন।

নাম শুনেই বুঝতে পারছেন আজকের টিউনটি কি নিয়ে।
যারা নিজের সার্ভারে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারাই একমাত্র এই সুবিধাটি পাবেন।

এটি jQuery ও ওয়ার্ডপ্রেস ডিফল্ট লগইন কোড এর সংমিশ্রনে তৈরী, তাই এটি তৈরী করা খুবই সহজ।

এটি ব্যবহার করার ফলে আপনাকে আর কষ্ট করে লগইন পেইজে যেতে হবে না লগইন করার জন্য এবং খুব সহজে লগ আউট করতে পারবেন।

স্লাইডিং লগইন প্যানেল চিত্র ১

স্লাইডিং লগইন প্যানেল চিত্র-১

স্লাইডিং লগইন প্যানেল চিত্র ২

স্লাইডিং লগইন প্যানেল চিত্র ২

ডেমো দেখুন এখানে

কিভাবে আপনারা এই স্লাইডিং লগইন প্যানেল আপনার ওয়ার্ডপ্রেস থিমে ব্যাবহার করবেন তা আপনাদের আমি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি।

তাহলে চলুন শুরু করা যাকঃ

১. জাভাস্ক্রিপ্ট (Javascript)

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস থিমের header.php ফাইল টি ওপেন করুন।
এবার নিচে আমার দেওয়া কোড গুলো কপি করে (</head>) এই ট্যাগটির পূর্বে কোড গুলো পেস্ট করুন।

<script type="text/javascript" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3/jquery.min.js"></script>
<script type="text/javascript">
$(document).ready(function(){
$(".btn-slide").click(function(){
$("#slide-panel").slideToggle("slow");
});
});
</script>

এই কোড গুলো বা এই স্ক্রিপ টাকে বলা হয় jQuery এবং এটি তে গুগোল API ব্যাবহার করা হয়েছে। কারন গুগোল API আপনার স্লাইডিং লগইন প্যানেল এর ইফেক্ট এর কাজে করে।

২. এইচ টি এম এল (HTML)

একই ভাবে header.php ফাইলে নিচে আমার দেওয়া কোড গুলো কপি করে (<body>) এই ট্যাগটির পর কোড গুলো পেস্ট করুন।

<div id="slide-panel"><!--SLIDE PANEL STARTS-->
<?php if ( ! is_user_logged_in() ){ ?>
<h2>Login</h2>
<div>
<div>
<form action="<?php echo get_option('home'); ?>/wp-login.php" method="post">
<label for="log">Username : </label><input type="text" name="log" id="log" value="<?php echo wp_specialchars(stripslashes($user_login), 1) ?>" size="20" />&nbsp;&nbsp;&nbsp;&nbsp;
<label for="pwd">Password : </label><input type="password" name="pwd" id="pwd" size="20" />
<input type="submit" name="submit" value="Login" />
<label for="rememberme"><input name="rememberme" id="rememberme" type="checkbox" checked="checked" value="forever" /> Remember me</label><input type="hidden" name="redirect_to" value="<?php echo $_SERVER['REQUEST_URI']; ?>” />
</form>
</div>
<div>
<a href=”<?php echo get_option(’home’); ?>/wp-register.php”>Register</a> |
<a href=”<?php echo get_option(’home’); ?>/wp-login.php?action=lostpassword”>Recover password</a>
</div>
</div><!–loginform ends–>
<?php } else { ?>
<div>
<h2>Control Panel</h2><ul>
<li><a href=”<?php echo get_option(’home’); ?>/wp-admin/”>Dashboard</a></li> |
<li><a href=”<?php echo get_option(’home’); ?>/wp-admin/post-new.php”>Write new Post</a></li> |
<li><a href=”<?php echo get_option(’home’); ?>/wp-admin/page-new.php”>Write new Page</a></li> |
<li><a href=”<?php echo wp_logout_url( get_bloginfo(’url’) ); ?>” title=”Logout”>Logout</a></li></ul>
</div><!–loginform ends–>
<?php }?>
</div><!–SLIDE PANEL ENDS–>
<div><a href=”#”><?php if ( ! is_user_logged_in() ){ ?>Login<?php } else { ?>Logout<?php }?></a></div><!–LOGIN BUTTON TEXT–>

উপরোক্ত কোড গুলো আপনার ওয়ার্ডপ্রেস থিমের উপরে স্লাইডিং লগইন প্যানেল কে সংযুক্ত করবে।

৩. সি এস এস (CSS)

তিন ভাগের দুই ভাগ কাজ শেষ। এটা হল শেষ ভাগ।

এবার আপনারা Style.css ফাইলটি চালু করুন এবং নিচে আমার দেওয়া কোড গুলো কপি করে ফাইলটির একেবারে নিচে কোড গুলো পেস্ট করুন।

* {margin:0; padding:0; outline:0;}
#slide-panel{ background-color:#000;border-bottom-style:solid;border-bottom-width:2px;display:none;height:100px;margin:auto;}
.slide {width:950px; margin:auto;}
.btn-slide:link, .btn-slide:visited{color:#fff; float:right; display:block;font-size:14px; text-transform:uppercase; font-weight:bold;height:26px; padding:3px 0 3px 0;line-height:22px;text-align:center;text-decoration:none;width:100px; background-color:#000; font-family:Arial;}
.loginform {width:950px; margin:auto; color:#999; font-family:Arial, Helvetica, sans-serif;}
.formdetails {color:#FFF; font-size:12px;padding:5px;}
.formdetails input{border:none; padding:2px 5px 2px 5px; background-color:#EFEFEF;}
.loginregister {color:#999; padding:5px;}
.loginregister a:link, .loginregister a:visited {color:#FFF; font-size:11px; text-decoration:underline;}
.loginform h2 {padding:10px 10px 10px 0; font-size:18px; font-weight:normal; text-transform:uppercase;}
.loginform ul li {display:inline;}
.loginform ul li a:link, .loginform ul li a:visited {color:#FFF; font-size:12px; text-decoration:underline;}

ব্যাস কাজ শেষ।

এবার আপনার থিমটি চালু করেন।

উপোভোগ করুন আপনার থিমের স্লাইডিং লগইন প্যানেল।কোন সমস্যা থাকলে আমাকে জানান।

বাংলা স্লাইডিং লগইন প্যানেল করার জন্য আমাকে জানা তে পারেন।আর এই স্লাইডিং লগইন প্যানেল পরিবর্তন করা সহজ।
না পারলে আমাকে জানাতে পারেন কোন সমস্যা নাই।


ফেইসবুকে ভিডিও আপলোড করা খুব একটা কঠিন কাজ নয়। তবে ভিডিও শেয়ার করার জন্য ফেইসবুক অফিসিয়ালি কোনো Embed কোড দেয়না। এর কারনে যে সমস্যা গুলোয় পড়তে হয় তা হলো-
  1. মজার কোনো ভিডিও ইচ্ছে করলেই খুব সহজে নিজের ওয়েবসাইট বা ব্লগের ভিজিটরের সাথে শেয়ার করা যায়না।
  2. ভিডিও দেখতে হলে ফেইসবুকের একাউন্ট থাকতে হবে এবং অবশ্যই লগইন করতে হবে।
তাই যাদের ফেইসবুক একাউন্ট নেই তাদের সাথে ভিডিও শেয়ার করা যায়না।

সমাধান:

ফেইসবুকে আপলোডকৃত প্রত্যেকটি ভিডিওর একটি ইউনিক আইডি থাকে যেটা আপনার ব্রাউজারের এড্রেস বারে দেখতে পাবেন।
facebook_embed
আইডিটি ব্রাউজারের এড্রেস বার হতে কপি করে নিম্নলিখিত কোডে xxxxx লিখিত স্থানে পেস্ট করুন।

<object width="400" height="224" >
<param name="allowfullscreen" value="true" />
<param name="allowscriptaccess" value="always" />
<param name="movie" value="http://www.facebook.com/v/xxxxx" />
<embed src="http://www.facebook.com/v/xxxxx" type="application/x-shockwave-flash"
allowscriptaccess="always" allowfullscreen="true" width="400" height="224">
</embed>
</object>

এরপর সম্পূর্ন কোডটি কপি করে কাঙ্খিত ওয়েবপেজে পেস্ট করলেই কাজ  শেষ।
একদম সহজ ! :)

ব্লগের দুনিয়ায় ব্লগস্পট একটি বিপ্লব এনে দিয়েছে। এখানে নিজস্বতা বজায় রেখে ইউজার ইচ্ছামতো সাজিয়ে নিতে পারে নিজের সাইটটিকে। ব্লস্পটের হাজার হাজার টেমপ্লেট গতিময়তা এনে দিয়েছে। কিন্তু নিজস্ব বৈশিষ্ট্যমন্ডিত ব্লগ সাইট ডিজাইন করতে অবশ্যই ব্লগারের কোডে হাত দিতে হবে আপনাকে। নিজের হোস্ট করা ওয়ার্ডপ্রেসে প্লাগিন ব্যাবহার করে অনেক সহজেই যে কাজটি করা যায় তার মতো করে করতে হলে ব্লগার হ্যাকিং শিখতে হবে। নিচে জনপ্রিয় সাতটি ব্লগার হ্যাকিং আলোচনা করা হলো:

১. ব্লগার ব্যানার মুছে ফেলা

ব্লগারের ন্যাভ বার অনেকের কাছেই বাজে লাগে। এটি সরিয়ে ফেলা একেবারেই সহজ
পদ্ধতিটি হলো:
১. ব্লগারে লগইন করুন
২. ড্যাশবোর্ড থেকে Layout -->Edit HTML এ যান
৩. সবার উপরে CSS ডেফিনেশনে এই কোডটুকু লিখুন
#navbar-iframe {
   display: none !important;
}
সম্পুর্ণ কোড হবে এরকম
...
<b:skin><![CDATA[/*
-----------------------------------------------
Blogger Template Style
Name:     Rounders
Designer: Douglas Bowman
URL:      http://www.stopdesign.com
Date:     27 Feb 2004
Updated by: Blogger Team
----------------------------------------------- */
#navbar-iframe {
   display: none !important;
}
/* Variable definitions
  ====================
   <Variable name="mainBgColor" description="Main Background Color"
             type="color" default="#fff" value="#ffffff">
   <Variable name="mainTextColor" description="Text Color" type="color"
             default="#333" value="#333333">

২.ট্যাগের মেঘ বানানো

এটা মূলত: লেবেল গুলোকে ট্যাগ আকারে প্রকাশ করার পদ্ধতি।

৩.লেবেলের সংখ্যা মুছে ফেলা

পোস্টের সংখ্যা লেবেল প্রকাশ করা হয় ব্লগারে যা অনেকের কাছেই বাজে মনে হয়। এ থেকে মুক্তি পেতে এবং সুন্দর ক্যাটাগরির স্টাইলের লেবেল পেতে নিচের ধাপগুলো অনুসরন করুন।
ক. ব্লগারে সাইন ইন করে dashboard » Layout » Edit html যান
খ. এই লাইনটি মুছে দিন
<span dir='ltr'>(<data:label.count/>)</span>
ব্লগার

৩. হেডারে র‌্যানডম ছবি

ব্লগারে চাইলেই র‌্যানডম ব্যানার ছবি ব্যবহার করতে পারেন। যেখানে র‌্যানডম ছবি চান সেখানে
নিচের কোড যুক্ত করুন।
<script type="text/javascript">
var banner= new Array()
banner[0]="Image01URL"
banner[1]="Image02URL"
banner[2]="Image03URL"
banner[3]="Image04URL"
banner[4]="Image05URL"
banner[5]="Image06URL"
banner[6]="Image07URL"
banner[7]="Image08URL"
banner[8]="Image09URL"
banner[9]="Image10URL"
var random=Math.floor(10*Math.random());
document.write("<style>");
document.write("#header {");
document.write(' background:url("' + banner[random] + '") no-repeat top left;');
document.write(" }");
document.write("</style>");
</script>

৪.ইমোটিকন ব্যবস্থাপনা

<head> সেকশনে নিচের কোডটুকু যুক্ত করুন, তাতেই হয়ে যাবে সব সমস্যার সমাধান
<script src='http://aditya.vm.googlepages.com/addSmiley.js' type='text/javascript'></script>

৫.সামাজিক বুকমার্ক তালিকা তৈরী করা

বুকমার্ক
নিচের কোডটুকু যুক্ত করতে হবে
<!-- Start of social bookmarks. Check http://tips-for-new-bloggers.blogspot.com/ for updates --><br/>
<a expr:href='"http://digg.com/submit?phase=2&amp;url=" + data:post.url + "&amp;title=" + data:post.title' target='_blank'><img alt='Digg' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/digg.gif'/></a>
<a expr:href='"http://technorati.com/faves?add=" + data:post.url' target='_blank'><img alt='Technorati' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/technorati.gif'/></a>
<a expr:href='"http://del.icio.us/post?url=" + data:post.url + "&amp;title=" + data:post.title' target='_blank'><img alt='del.icio.us' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/delicious.gif'/></a>
<a expr:href='"http://www.stumbleupon.com/submit?url=" + data:post.url + "&amp;title=" + data:post.title' target='_blank'><img alt='Stumbleupon' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/stumbleupon.gif'/></a>
<a expr:href='"http://reddit.com/submit?url=" + data:post.url + "&amp;title=" + data:post.title' target='_blank'><img alt='Reddit' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/reddit.gif'/></a>
<a expr:href='"http://www.blinklist.com/index.php?Action=Blink/addblink.php&amp;Url=" + data:post.url + "&amp;Title=" + data:post.title' target='_blank'><img alt='Blinklist' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/blink.gif'/></a>
<a expr:href='"http://www.furl.net/storeIt.jsp?t=" + data:post.title + "&amp;u=" + data:post.url' target='_blank'><img alt='Furl' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/furl.gif'/></a>
<a expr:href='"http://www.spurl.net/spurl.php?url=" + data:post.url + "&amp;title=" + data:post.title' target='_blank'><img alt='Spurl' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/spurl.gif'/></a>
<a expr:href='"http://myweb2.search.yahoo.com/myresults/bookmarklet?t=" + data:post.title + "&amp;u=" + data:post.url' target='_blank'><img alt='Yahoo' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/yahoo.gif'/></a>
<a expr:href='"http://www.simpy.com/simpy/LinkAdd.do?href=" + data:post.url + "&amp;title=" + data:post.title' target='_blank'><img alt='Simpy' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/simpy.gif'/></a><br/>
<!-- End of social bookmarks -->
কোথায় কোডটুকু যুক্ত করবেন?
<div class='post-body'>
<p><data:post.body/></p>
<div style='clear: both;'/> <!-- clear for photos floats -->
</div>
এখানে কোডটুকু যুক্ত করুন
<div class='post-footer'>
<p class='post-footer-line post-footer-line-1'>

৬.র‌্যানডম পোস্ট অপশন

ব্লগারে লগইন করে Blogger >> Layout >> Html/Javascript গিয়ে নিচের কোডটুকু পেস্ট করুন। র‌্যানডম পোস্টের উইজেট হয়ে যাবে।
<script type="text/javascript">
var randarray = new Array();var l=0;var flag;
var numofpost=6;function randomposts(json){
var total = parseInt(json.feed.openSearch$totalResults.$t,10);
for(i=0;i < numofpost;){flag=0;randarray.length=numofpost;l=Math.floor(Math.random()*total);for(j in randarray){if(l==randarray[j]){ flag=1;}}
if(flag==0&&l!=0){randarray[i++]=l;}}document.write('<ul>');
for(n in randarray){ var p=randarray[n];var entry=json.feed.entry[p-1];
for(k=0; k < entry.link.length; k++){if(entry.link[k].rel=='alternate'){var item = "<li>" + "<a href=" + entry.link[k].href + ">" + entry.title.$t + "</a> </li>";
document.write(item);}}
}document.write('</ul>');}
</script>
<script src="/feeds/posts/default?alt=json-in-script&start-index=1&max-results=1000&callback=randomposts" type="text/javascript"></script>

৭.ড্রপ ডাউন লেবেল

Drop Down Menu for Blogger
ডেমো

নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. Layout->Edit Html এ যান
২. নিচের কোড খুজে নিন:
</head>
৩. উপরের কোডের পর নিচের কোডটুকু পেস্ট করুন
<style>
#sddm
{ margin: 0;
padding: 0;
z-index: 30}
#sddm li
{ margin: 0;
padding: 0;
list-style: none;
float: left;
/*Font of menu top*/
font: bold 11px arial}
#sddm li a
{ display: block;
margin: 0 1px 0 0;
padding: 4px 10px;
/*width of each menu top*/
width: 60px;
/*background color of main menu*/
background: #5970B2;
/*text color of main menu*/
color: #FFFFFF;
text-align: center;
text-decoration: none}
#sddm li a:hover
{
/*background color of main menu on hover*/
background: #49A3FF}
#sddm div
{ position: absolute;
visibility: hidden;
margin: 0;
padding: 0;
/*background color of drop down menu */
background: #FFFFFF;
/*border of the drop down menu*/
border: 1px solid #5970B2}
#sddm div a
{ position: relative;
display: block;
margin: 0;
padding: 5px 10px;
width: auto;
white-space: nowrap;
text-align: left;
text-decoration: none;
/*background color of each menu element*/
background: #FFFFFF;
/*text color of each menu element*/
color: #2875DE;
/*font of each menu element*/
font: 11px arial}
#sddm div a:hover
{
/*background of each element on hover*/
background: #49A3FF;
/*font color of each menu item on hover*/
color: #FFFFFF}
</style>
<script type='text/javascript'>
var timeout = 500;
var closetimer = 500;
var ddmenuitem = 0;
// open hidden layer
function mopen(id)
{
// cancel close timer
mcancelclosetime();
// close old layer
if(ddmenuitem) ddmenuitem.style.visibility = 'hidden';
// get new layer and show it
ddmenuitem = document.getElementById(id);
ddmenuitem.style.visibility = 'visible';
}
// close showed layer
function mclose()
{
if(ddmenuitem) ddmenuitem.style.visibility = 'hidden';
}
// go close timer
function mclosetime()
{
closetimer = window.setTimeout(mclose, timeout);
}
// cancel close timer
function mcancelclosetime()
{
if(closetimer)
{
window.clearTimeout(closetimer);
closetimer = null;
}
}
// close layer when click-out
document.onclick = mclose;
</script>
৪. মেনু যুক্ত করা:
ক. Layout>Page Elements এ যান
খ. Add Gadget এ ক্লিক করুন
Sidebar Add Gadget
গ. HTML/JAVASCRIPT সিলেক্ট করুনHtml/Javascript
ঘ.নিচের কোডটুকু সংযুক্ত করুন
<ul id="sddm">
<li><a href="#"
onmouseover="mopen('m1')"
onmouseout="mclosetime()">Home</a>
<div id="m1"
onmouseover="mcancelclosetime()"
onmouseout="mclosetime()">
<a href="#">HTML Drop Down</a>
<a href="#">DHTML Menu</a>
<a href="#">JavaScript DropDown</a>
<a href="#">Cascading Menu</a>
<a href="#">CSS Horizontal Menu</a>
</div>
</li>
<li><a href="#"
onmouseover="mopen('m2')"
onmouseout="mclosetime()">Download</a>
<div id="m2"
onmouseover="mcancelclosetime()"
onmouseout="mclosetime()">
<a href="#">ASP Dropdown</a>
<a href="#">Pulldown menu</a>
<a href="#">AJAX Drop Submenu</a>
<a href="#">DIV Cascading Menu</a>
</div>
</li>
<li><a href="#">Order</a></li>
<li><a href="#">Help</a></li>
<li><a href="#">Contact</a></li>
</ul>
<div style="clear:both"></div>
Note: # চিহ্নিত যায়গায় মেনুটির লিংক দিন।
ঙ. সেভ করুন
এ সব কিছুই অন্যের করা কাজ আমি মাত্র উপস্থাপনাকারী। শিরোনামের লিংকে ক্লিক করে মূল লেখাগুলো দিখতে পাবেন। লেখাটি পূর্বে এখানে প্রকাশ করা হয়েছে।
শেয়ার করুন: টুইটারে|ফেসবুকে।  টিউটরিয়ালবিডির লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।  টুইটারেও অনুসরন করতে পারেন।
আরো জানতে
http://w3mag.com/2009/08/31/best-17-blogger-hacks-of-all-time
প্রশ্ন উত্তর:
১. css ডেফিনেশন বলতে এডিট এইচটিএমএল এর কোন জায়গাটিকে বুঝিয়েছেন আমি বুঝতে পারিনাই একটু পরিস্কার বুঝালে ভাল হতো।
উত্তর:
টেমপ্লেট কোডের ভেরিয়্যাবল ডিক্লারেশনের পরের অংশটাতে সাধারনত css কোড থাকে। এক এক টেমপ্লেটে এক এক জায়গায় থাকতে পারে। নিচের ছবিটির জায়গাটা বুঝানো হয়েছে-


২.।লেবেল এর ক্ষেত্রে যে লাইনটি মুছতে বলেছেন সে লাইনটি আমার এডিট এইচটিএমএল নেই।

না থাকলে কোড হাত না দিয়েই করতে পারবেন। লেবেল অপশনেই থাকতে পারে নিচের ছবিটি দেখুন। আনচেক করে,সেভ করুন


৩।হেডারে রেনডম ছবি বসাতে চাইলে কি এডিট এইচটিএমএলে কোড বসাতে হবে নাকিhtml/javascript এ যেয়ে কোড বসাতে হবে?

উত্তর: উভয়ই সম্ভব। যেটা আপনার কাছে ভাল মনে হয় সেটাই করতে পারেন। Image01URL এর জায়গায় ছবির লংক দিবেন।
৪.ট্যাগের মেঘ কিভাবে বানাবো সেটাও বুঝতে পারিনি।
" ট্যাগের মেঘ বানানো" লিংকটিতে ক্লিক করুন।

মোবাইল হ্যান্ডসেট চুরি প্রতিরোধে চালু হতে যাচ্ছে International Mobile Equipment Identity (IMEI) নম্বর শনাক্তকরণ ব্যবস্থা।
এ জন্য প্রত্যেক গ্রাহকের হ্যান্ডসেটের IMEI নম্বর নিবন্ধনের বিষয়ে সেলফোন অপারেটরদের প্রতি নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)।
ফলে নকল হ্যান্ডসেটের বিক্রিও বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিটি হ্যান্ডসেটে ১৫ সংখ্যার একটি নম্বর থাকে, যা IMEI নামে পরিচিত।
হ্যান্ডসেটে *#০৬# পরপর চাপলে বিস্তারিত
এক হ্যান্ডসেটের আইএমইআই নম্বর অন্য হ্যান্ডসেটের আইএমইআই নম্বর থেকে সম্পূর্ণ আলাদা। বর্তমানে আইএমইআই নম্বর নিবন্ধিত না হওয়ায় চুরি হলে হ্যান্ডসেট উদ্ধারে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।

আপনারা নিশ্চয়ই Kaspersky Internet Security এর নাম শুনেছেন।আজ আমি েএটার ফুল ভার্শন(১ বছর) দিব।
১. যাদের যাদের লাগবে তারা এখান থেকে Latest Version ডাউনলোড করে নিন।
২.ডাউনলোড করা হয়ে গেলে update করে নিন।
৩.এটা ডিফল্ট হিসেবে ৩০ দিনের ট্রায়াল হিসেবে অ্যাক্টিব থাকবে
.এখান থেকে Key+Serial Download করুন
৫.একেবারে নিচে Licensing েএ ক্লিক করুন
৬.Enter Activation Code িএ যান
৭ S.N. ফাইলটি ওপেন করে ‍Serial Number প্রবেশ করান
৮.লক্ষ্য রাখবেন যাতে Internet Disconnect থাকে
৯.Key File েটি Browse করে open করুন
কিছু না বুঝলে Comment করবেন।

কেমন আছেন বন্ধুরা । মনে হই সবাই ভালই আছেন । ভাল না থাকলেও আজ থেকে ভাল থাকবেন ।প্রতি মাস এ ইন্টারনেট বিল কার দিতে মন চাই ? যাদের ইন্টারনেট বিল দিতে মন চাই না তাদের জন্য আমার এই পোস্ট ।
আজ আমি আপনাদের শিখাব কিভাবে খুব সহজে Banglalion/qubee ইন্টারনেট হ্যাক করা । যারা জীবনে হ্যাক করেন নাই কিছু তাড়াও আজ হ্যাক করতে পারবেন ।অনেক এ অনেক ভাবে Banglalion/qubee হ্যাক করা নিয়ে অনেক পোস্ট দিছে কিন্তু কেও সহজ ভাবে হ্যাক করার টিপস শেখাই নাই । আর কথা বাড়াবো না এখন আমারা মূল পোস্ট এ চলে যাই :ডি ।
হ্যাক করার জন্য প্রথমে আপনাকে এই সাইট এ গিয়ে আপাতত ১ টি আইডি খুলতে হবে।

আইডি খুলার জন্য দেখেন উপরে লেখা আছে  singup to free .
এখন আপনি যে ইমেইল দিয়ে আইডি খুলছেন সেই ইমেইল এ গিয়ে আইডি ভেরিফাই করে নিন । আইডি ভেরিফাই করা শেষ হলে । যে নামে আইডি খুলছেন সেই নাম এবং পাসওয়ার্ড টি মনে রাখুন ।প্রথম কাজ শেষ ।
এখন আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিঙ্ক এ প্রবেশ করুন ।

সফটওয়্যার ডাউনলোড করা শেষ হলে  7zip or winrar দিয়ে ওপেন করান । ওপেন করলেই দেকতে পারবেন Drive নামে একটি ফোল্ডার । drive ফোল্ডারটি ওপেন করুন । আপনার যদি ৩২ বিট এর অপারেটিং সিস্টেম হই তাহলে x86 ফাইল টি ওপেন করেন আর যদি ৬৪ বিট এর হই তাহলে  x64 ফাইল টি ওপেন করুন ।


এখন কিছুক্ষণ ওয়েট করুন ।  নিচের মত ছবি আসবে ।

এখন যেকোনো কী ক্লিক করুন । (দরুন A  ক্লিক করুন )
কাজ প্রায় শেষ ।
এখন আমি যে সফটওয়্যারটি দিছি সেই সফটওয়্যারটি ওপেন করুন ।
নীচের মত ছবি আসবে

এখন আপনি আপনার মডেমটিকে connect করুন (আপনার মডেম এর username and password দিয়ে)। তারপর PD-launcher  ওপেন করে উপরের ছবি অনুযায়ী username and password দিন । তারপর connect click করুন । ১ মিনিট এর ভিতরে connect হয়ে যাবে । এখন থেকে আপনি ফ্রী ফ্রী নেট চালান অবিরাম :ডি । একটি আইডি দিয়ে আপনি ১০০mb use  করতে পারবেন । আপনি ৬-৭ টা আইডি খুলবেন । ইছা করেল আরও বেশি খুলতে পারবেন ।  কিন্তু মনে রাখবেন ১ টি আইডি দিয়ে যদি আপনার ১০০mb use হয়ে যাই তাহলে কিন্তু অন্য আইডি দিয়ে কাজ করবে না , তাই 95mb use করে অন্য আইডি connect করবেন । তাহলে আর প্রবলেম হবে না ,unlimited ইন্টারনেট use করতে পারবেন :ডি । আপনি এই ভাবে ডাউনলোড , ব্রাউজ সব করতে পারবেন কোন প্রবলেম নাই :ডি ।

[ N.B শুধু যে মডেম এ কোন MB নাই , মানে মডেম এ কোন টাকা নাই ,শুধু মাত্র সেই মডেম দিয়ে কাজ হবে । আমি জিপি দিয়ে চেষ্টা করি নাই , মনে হই জিপি দিয়েও ফ্রী ফ্রী নেট চালানো যাবে এই সিস্টেম এ । যদি চালানো যাই তাহলে একটু কমেন্ট করে জানাবেন ।]

Operator Logo কি ?

Operator Logo হচ্ছে এমন একটি গ্রাফিক্স যেটি আপনার ফোনের Operator Name ( Robi , Grameen Phone , etc ) এর জায়গায় দেখাবে ।

কিভাবে এটি তৈরি করবেন ?

  • একটি পিকচার নিন , তার পর সেটিকে সরাসরি মেমোরি কার্ডে কপি করুন ( কোন ফোল্ডারে নয় ) । তারপর সেটিকে BlueFTP দিয়ে logo.oplc নামে রিনেম করুন ।
  • এখন Music Player open করুন এবং Music Menu / Options / Downloads / Go To Address এ যান
  • তারপর "rtsp:// " কেটে দিয়েকোনো Space ছাড়া লিখুন file:///e: /logo.oplc এবং Ok করুন এবং তারপর Exit করুন ।
  • এখন "Operator Logo Recieved. Show? Save? " এমন একটা মেসেজ দেখতে পাবেন ।
  • এটিকে Save করুন । কাজ শেষ ।
  • এবার দেখুন অপারেটরের নামের যায়গায় আপনার পিকচারটি ।
  • এটিকে বন্ধ করতে Phone Setting / Display Settings / Operator Logo / Off করে দেন ।
  • আর এটি বদলাতে logo.oplc টিকে অন্য একটি logo দিয়ে replace করুন ।
শুধু মাত্র NOKIA ফোনের জন্য , সব ফোনে কাজ নাও করতে পারে ।
ধন্যবাদ সবাইকে ।
আপনারা যারা টর্ক ছবি দেখেছেন তারা যানেন বাইক চালানো কতটা এডভেন্চার। টর্কের কথা নাহয় বাদ দিলাম ভারতে ধুম ও ধুম ২ ছবি মুক্তির পর যে হোন্ডা নিয়ে এশিয়ায় কি পরিমাণ মাতামাতি শুরু হয়েছে তা তো আপনারা রাস্তঘাটেও দেখতে পান। অপ্রাপ্তবয়স্করাও এখন দেদারসে বাইক চালায় আর নিজেকে জন আব্রাহাম, রিত্তিক রোশন মনে করে। আজ আমি আপনাদের এমন কিছু বাইকের সাথে পরিচয় করিয়ে দেব যা কিনা আপনাদেরও ফ্যান্টাসীতে ভোগাতে পারে।

তো আমরা এই টিউনে পরিচিত হয়ে নিই দুনিয়ার সবচেয়ে দ্রুততম গতিসম্পন্ন পাঁচটি বাইকের সাথে

৫. বিমডব্লিউ কেওয়ান১২০০এস :

ব্র্যান্ডটির নামই যথেষ্ঠ আগ্রহীদের টেনে আনতে। বের হওয়া মাত্রই এটি প্রচুর জনপ্রিয় হয়েছিল। মাত্র ২.৮ সেকেন্ডে এটি ৬০কি.মি স্পীড তুলতে পারে। হলিউডের বহু ছবিতে এটির বহু ব্যাবহার হয়েছে। বাইকটির টপ স্পীড ২৬৮(কি.মি./ঘন্টা) এবং ১৬৭মএইচএইচ।এটি পাঁচ নম্বরে অবস্থান করছে।



৪. ডুকাটি ১০৯৮এস :

ডুকাটি ১০৯৮এ্স হলো ১০৯৯সিসি বিশিষ্ট যা ডুকাটি কোম্পানী স্পেশাল ভাবে তৈরী করেছে। ২০০৬ সালের ৮ নভেম্বর এটি প্রথম বের হয় এবং ২০০৭ সালে তার নতুন ভার্সন বাজারে আসে।এটি ১৬০ হর্সপাওয়ার বিশিষ্ট, ৯০.৪ফিট-পাউন্ড টর্ক ্বং ওজন ১৭৩ কেজি। এটার টর্ক রেশিও এখন পর্যন্ত দুনিয়ার সবচেয়ে টর্ক টু হাইট রেশিও অন্য যেকোন কোম্পানীর বাইক থেকে।এটি (২৭১কি.মি./ঘন্টা) স্পীডে চলে এবং চার নম্বরে অবস্থান করছে।



৩. এপ্রিলা আরএসভি ১০০০আর :

এটি এপ্রিলার আরএসভি মাইল ফ্যাক্টরীর লিমিটিড এডিশন বাইক। এটির ইনজিন অস্ট্রিয়ান কোম্পানি রোটাক্স ১৪৩ এইচ ৯৯৮সিসি বিশেষভাবে প্রস্তুত করে।বাইকটির টপ স্পীড ২৮১(কি.মি./ঘন্টা)। এটির জন্য ২০০৬ সালে আরএসভি মাইল ফ্যাক্টরী ম্যাক্সিস্পো্র্ট আ্যওয়ার্ড জেতে সুপারবাইক কম্পিটিশনে। এর অবস্থান তিন নম্বরে।



২. ইয়ামাহা ওয়াইজেডএফ আরওয়ান :

এই সিরিজের প্রথম বাইক বের হয় ১৯৯৮ সালে। তারপর থেকে আজও এটি দাপটের সাথে রাজত্ব করে আসছে। ১০০০ সিসি ইন্জিন বিশিষ্ট বাইকটিতে রয়েছে হোন্ডা, কাওয়াসাকি সূযুকি ও ইয়ামাহার সমন্বিত 'হ্যান্ডলিং আর্মস রেস' প্রযুক্তি। এটির সর্বশেষ ভার্সনটি গতি এবং ব্রেকিং খমতার জন্য সমাদ্রিত। এটির টপ স্পীড ২৮৩(কি.মি./ঘন্টা)। এটি দুই নম্বরে অবস্থান করছে।



১. হোন্ডা সিবিআর ১১০০এক্সএক্স সুপারব্ল্যাকবার্ড :

হোন্ডা সিবিআর ১১০০এক্সএক্স সুপারব্ল্যাকবার্ড হোন্ডা কোম্পানী নিজস্ব পদ্ধতিতে স্পোর্টস বা রেসারদের জন্য বানিয়েছে, যদিও পরে তা কাওয়াসাকির প্রযুক্তি বলে প্রমাণিত হয়েছিল। প্রথম বের হয়েছিল ১৯৯৭ সালে এবং এর সর্বশেষ ভার্সন ২০০৬ সালের। ইন্জিন পাওয়ার ব্রেক পাওয়ার এটি ব্যাবহারে সাবলীল করে তুলেছে। এটির টপ স্পীড ২৮৬(কি.মি./ঘন্টা)। এবং এটিই সবার আকাংখিত নাস্বার ওয়ান বাইক।



বাংলাদেশে এগুলোর একটাও নাই। আসবে বলে মনেও হয় না। সবাই পালসার, হাংক, সিবিজেড, আর১৫ এগুলা চালিয়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছে। তাদের আমার তরফ থেকে শুভকামনা রইল।
সালাম সবাইকে। আশা করি সবাই ভাল আছেন আমি ভাল আছি। আজকের এই টিউনটি মুলত আমার চেইন টিউন এর সাথে সম্পর্কিত। চেইন টিউন এ বাইক এর দাম দেওয়া আছে কিন্ত অই গুলা রেগুলার আপডেট করা অনেক কষ্টকর তাই আজ থেকে এই টিউন এই টিউন এ আপনারা প্রায় সব বাইক এর এই শোরুম Price পাবেন। তহ চলুন শুরু করিঃ

::Yamaha Bikes::

1)      R15 V2  (( 5.15 Lakhs ))
2)      Fazer 153 (( Market Price:: 2.67 Lakhs But Sell Hoitese 2.70-2.95 Lakhs Porjonto))
3)      FZ-S (( 2.46 Lakhs ))
4)      SZ-R (( 1.96 Lakhs))

::Bajaj Bikes::

1)      Pulser 150 (( 2.05 Lakhs)) Change Hoy Nai
2)      Pulser 135 (( 1.80 Lakhs ))

::Hero Honda Bikes::

1)      Hunk (( 2.03 Lakhs ))


বিঃদ্রঃ  বর্তমানে মার্কেট এ Yamaha নিউ কোন বাইক নাই এবং আগামি ৩ মাস পর্যন্ত Show Room এ কোন বাইক Supply করবে না Yamaha r BD Dealer কর্ণফুলী মটরস এর এই জন্য বাইক এর Price  বারতেসে আর Show Room মালিক রা তাই মার্কেট Price আর চেয়ে বেশি দামে বাইক বিক্রি করতেসে।

এখন আমার কিছু কথাঃ
আমি জানি সবাইক বলবেন যে বাজেট এ তহ বাইক এর দাম কমান হইসে তাইলে এত দাম কেন?? উত্তর টা হইল বাজেট ঘোষনার পরদিন এই বাইক এর দাম বারা শুরু করসে জার মধ্যে Yamaha Bike এর Price সবচেয়ে বেশি বারাইসে সেই সাথে মার্কেট এ বাইক Supply দেওয়াও বন্ধ কইরা দিসে! আমি আজকে পুরা মার্কেট ঘুরে এই তথ্য গুলো Collect করলাম।


সম্পূর্ণ একটা ভিন্ন বিষয়ে আজ ব্লগ লিখতে বসেছি, প্রত্যাশিত;তবে আলাদা বিষয়ে । আমার ধারণা টেকটিউনসে এটা নিয়ে খুব সম্ভব এর আগে কোন টিউন করা হয় নি ।
ইলেকট্রিক মোটর সাইকেল – আমাদের দৈনন্দিন জীবনে এই বস্তুটা আমরা অনেকেই ব্যবহার করি । এখানে নতুনত্ব কী এই প্রশ্ন শুরুতেই অনেকেই তুলতে পারেন । আছে, আমরা যে মোটর বাইক ব্যবহার করি তার প্রায় ৯৯% পেট্রোল জ্বালানির মাধৌমে চলে তবে আমার আজকের টিউনের মোটর বাইকের জন্য আপনাকে কোন জ্বালানি ব্যবহার করতে হবে না । প্রথমতো বলে রাখি সাধারণ মোটর বাইকে ব্রান্ডভেদে আপনাকে ৪৫-৬০ কি.মি. চালাতে ১লিটার এর মতো পেট্রল লাগে । আর এ জন্য আপনাকে গুনতে হবে বর্তমান বাজার দর অনুসারে ৭৬ টাকা । ভাববেন না আমি খরচের এই ভয় দেখিয়ে সবাইকে চার্জার মোটর বাইক কিনকে বলছি । আপনি নিরেপেক্ষ অবস্থানে আসেন, এবার পার্থক্য দেখেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার জ্বালানি খরচ যেখানে ৭৬ টাকা লাগবে সেখানে ইলেকট্রিক বাইকে একটাকাও খরচ করতে হবে না ।
আমি এখানে ব্রান্ড হিসেবে Honli-4 Electric Scooter এর বিষয়ে নীচে আলোচনা করছি ।
এই ব্রান্ডটি নতুন বাজারে এসছে । বাংলাদেশের অনেক জায়গায় আপনি পাবেন এটা ।
০১. এর গতিসীমা প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৬০ কি.মি
০২. এর ইন্জিন ক্ষমতা ৮০০ ওয়াট
০৩. সবোর্চ্চ ২জন ব্যক্তি স্বচ্ছন্দে এ মোটর বাইকে উঠতে পারবেন
০৪. বাংলাদেশে আপনি পাবেন এক বছরের ওয়ারেন্টি
টেকনিক্যাল বিষয় – আপনার ইলেকট্রিক মোটর বাইকের ভোল্টেজ একটি গুরুত্বপূর্ণ বিষয় । নিম্ন ক্ষমতার ইন্জিনের জন্য এটা ১২ ভোল্ট হলে সবচেয়ে ভাল । আর উচ্চ ক্ষমতার জন্য এটা ২৪-৩৬ হতে পারে । একটা কথা মনে রাখবেন বেশি ভোল্টেজ হলে আপনি কিন্তু শখ খাবেন, তাই এই টাইপের মোটরবাইক কেনার সময় বিষয়টা খেয়াল করবেন ।
ইন্জিন ক্ষমতা – এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । সাধারণত এক মানুষের জন্য ৬০০ ওয়াটের মোটর বাইকই যথেষ্ট । তবে আপনি যদি ২জন মানুষ চালানোর জন্য ইলেকট্রিক বাইক কিনতে চান সেক্ষেত্রে ৮০০ ওয়াট পারফেক্ট । এক্ষত্রে Honli-4 Electric Scooter অনেক ভাল ।
দাম – সাধারণত Honli-4 Electric Scooter এর বিভিন্ন ব্রান্ড বাংলাদেশে পাওয়া যায় । দাম সাধারণ মোটর সাইকেলের থেকে বেশ কম ।
এটা নিয়ে আরও ভাল কিছু লেখার ইচ্ছা আছে । তবে সমস্যা হচ্ছে ভাল তেমন সোর্স খুজে পাওয়া মুশকিল যেখানে একসাথে সবগুলো তথ্য পাওয়া যায় । আজকের টিউনটা হয়তো খুব ভালো করতে পারলাম না, তবে আশা করি পরবর্তী কোন সময়ে এটা নিয়ে আরও গুছিয়ে কিছু লিখতে পারব ।
আমরা সবাই কম বেশী YouTube থেকে  movie video দেখে থাকি। কিন্তু অন্যান্য  site এর মত  YouTube থেকে
movie video সহজে download করা যায় না। তাই YouTube down-loader প্রয়োজন।
এখন আপনি বিনামূল্যে download  করতে পারবেন YouTube downloader নিচের লিংক থেকে।
download

এর বৈশিষ্টগুলো হল
যত ইচ্ছা download করা যাবে।
MP3, AVI, WMV, MOV, MP4, 3GP format এ cobvert করা যাবে।
কোন browser ছাড়া YouTube open করতে পারবেন
আমরা অনেকে MOBILE দ্বারা YOUTUBE থেকে ভিডিও DOWNLOAD করার জন্য vuclip.com অথবা tubidy.com ব্যবহার করি ।
কিন্তু লক্ষ্য করলে দেখা যায় ভিডিও গুলো LOW QUALITY এবং 3GP । কিন্তু আজ আপনাদের সাথে এমন একটি WEB ADDRESS শেয়ার করবো যার দ্বারা আপনি MP4 ভিডিও ছাড়াও নিম্নলিখিত ভিডিও download করতে পারবেন :
-Download as MP3, Audio,56Kbps Mono
-Download as MP3 HQ, Audio, 128Kbps Stereo
-Download as 3GP Low, Mobile Video 176x144
-Download as 3GP, Mobile Video 176x144
-Download as 3GP HQ, Mobile Video 176x144
-Download as 3GP HQ, Mobile Video 320x240
-Download as MP4 HQ, HD 640x360
ভিডিও DOWNLOAD করতে প্রবেশ করুন http//:www.videos.yaaya.mobi
সালাম সবাইকে, আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমি একজন নতুন টিউনার। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি  Software.
যারা Youtube এ গান বা মুভি দেখেন আর ভাবেন  ইস! গান বা মুভি টা যদি Download করতে পারতাম তাদের জন্য।
Youtube থেকে Download করা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না । যারা জানেন না তাদের জন্য এই Software।

এই Software মাধ্যমে Youtube থেকে আপনার গান বা মুভি  Download করতে পারবেন খুবই সহজে ।
তাই তাড়াতাড়ি Download করে নিন আপনার গান বা মুভি এই software দিয়ে। এই Software টির নাম YTD Video Downloader.
Download করুন এখান থেকে
http://download.cnet.com/YTD-Video-Downloader/3000-2071_4-10647340.html





যেভাবে হচ্ছে শুরুঃ


প্রযুক্তির দুনিয়ার সবচেয়ে হট এন্ড স্পাইসি টপিক হচ্ছে হ্যাকিং। যে কোন ব্লগিং সাইটে হ্যাকিং এর কোন লেখা পড়লে কমেন্ট আর ভিজিটিইং দেখে এটা আন্দাজ করা খুব একটা কঠিন না।
প্রথমেই বলে রাখি, হ্যাকিং খুব একটা খারাপ কাজ না। তবে এ দিয়ে খারাপ ইন্টেনশন সফল করা খুব খারাপ কাজ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকই প্রযুক্তি নিয়ে তেমন একটা ঘাটাঘাটি না করলেও হ্যাকিং এ তাদের মারাত্নক আগ্রহ।
যেমন আমার ল্যাপটপ ধরেই আমার এক বন্ধু হ্যাকিং ফোল্ডারে ঢুকে যত হ্যাকিং টুলস পেয়েছে সব নিয়ে চলে গেছে! এখানে অনেক কিছুই ও ইউজ করতে পারবে না। আমি কিছুই বললাম না। এর কারন হলো শখ। আর এই শখ প্রথমেই প্রয়োগ হয় বন্ধুর উপর!! তাই সতর্ক থাকুন প্রতি মুহূর্তে!
মজাটা কোথায়?

আমাদের এই দিকে মানে এই দেশে যারাই হ্যাকিং শুরু করে, শুরুটা হয় ফেসবুক, ইয়াহু অথবা জিমেইল একাউন্ট হ্যাকিং দিয়ে। তবে ফেসবুক একাউন্ট হ্যাক করা আজ কাল বেশ কঠিন হয়ে গেছে ফেসবুক পরিচালকদের তৎপরতায়। তারা প্রতিনিয়ত এন্টি হ্যাকিং স্ক্রিপ্ট আপডেট করছে। তবুও বসে নেই হ্যাকাররা! আছে আরো নানান পথ।
আমাদের টেক ওয়ার্ল্ডে যারা আছেন তারা জানেন, কিন্তু যারা কম জানেন তারা হ্যাকিং কথাটা দেখলেই ছেঁচিয়ে উঠেন। কিছু বুঝুক আর না বুঝুক! হ্যাকিং শেখা অনেক জররী একটা বিষয়। আপনি যদি চুরির টেকনিক না জানেন তাহলে চুরি করা ধরবেন কিভাবে? এখন অনেকেই গুগল এডসেন্সসহ নানাভাবে ইনকাম করছেন। আর ফ্রীল্যান্সার হিসেবে ইন্টারনেটে কাজ করে অনেকেই হয়ে উঠেছেন স্বাবলম্বী! তাদের এই কাজ ও ফাইনান্সিয়াল লেনদেন সবই হয় অন লাইনে, মেইল বা এইভাবে। যে জায়গাগুলু হ্যাক হচ্ছে প্রতিনিয়ত। আপনি যদি হ্যাকিং টেকনিক না জানেন আপনি এটা ধরবেন কিভাবে।
বাহিরের দেশের ছেলে পেলে প্রতিনিয়ত হ্যাক করছে বাংলাদেশী সাইটগুলু! সেদিন দেখলাম ঢাকা মেট্রপলিটন পুলিশের একটা সাইট হ্যাক হয়ে আছে। এই কাজগুলু অনেক ক্ষেত্রেই করে থাকেন শখের বসে হ্যাকাররা!
যেমন ফিশিং(পিশিং) দিয়ে যে হ্যাক করা হয় সেটা ফিশিং মানে মাছ ধরার মতই। আপনার জন্য ফেলা হবে চমৎকার একটা টোপ!! আপনি গিলবেন আর ঝুলে যাবেন। তবে পিশিংটা বুঝা অনেক সোজা।



কিভাবে বাঁচবেন ফিশিং থেকে?


আপনি কারো প্ররোচনায় ভুলবেন না! টোপ যতই টোপ হোক একটু কেয়ারফুল হলে টোপ না গিলেই থাকা যায়। যেমন আপনার কাছে ফেসবুকে আপনার বন্ধু একটা মেসেজ পাঠালো, ‘দোস্ত দেখ একটা সাইট! পুরা ফেসবুকের মত। তুই তোর ফেসবুকের মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইনও করতে পারবে। কাউরে কইস না যেনো!!’
আপনি খুশিতে বাকবাকুম হয়ে লগ ইন করে ফেললেন। কেল্লা ফতে!! হারালেন আপনার আই ডি! সেম ইয়াহু আর জিমেইল বা এই টাইপে! কথা হচ্ছে পিশং পা ফিশিং স্ক্রিপ্টগুলু তৈরি হয় উক্ত সাইটের আদলে। তাই বোকা বানানো খুব সহজ। তবে একদন সহজো না। পিশিং স্ক্রিপ্ট সাধারণত আপলোড করা থাকে কোন হোস্টিং সাইটে। তাই আপনি যদি এড্রেস বারের দিকে খেয়াল রাখেন তবে আপনাকে হ্যাক করা প্রায় অসম্ভব!
হ্যাক থেকে বাচতে হ্যাক জানতে হবে!
সেদিন আমি একটা হোস্টিং সাইটের নাম আমার এক বন্ধুকে দিতে গিয়ে দিতে পারলাম না চ্যাটে। মানে ফেসবুক চ্যাট! কারন ফেসবুক জানে এই সাইটে হ্যাকিং স্ক্রিপ্ট আপলোড করা যায়। আবার আপনি যদি মিডিয়াফারায়ে হ্যাকিং স্ক্রিপ্ট আপলোড করতে যান সেটা সচরাচর কাজ করে না!



এই টুইটের লক্ষঃ


এই টুইটের দুইটা লক্ষ্য!
প্রথমত, হ্যাকিং কোন খারাপ কাজ নয়। কারন হ্যাকিং দিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব। যেটা আমরা দেখেছি জুলিয়ান এসাঞ্জ এর কাছ থেকে। তবে এই হ্যাকিং দিয়ে কখনোই খারাপ কিছু করা উচিৎ নয়। আজ আপনি করবেন। কাল কেউ আপনাকে নিয়ে করবো!!
দ্বিতীয়ত, হ্যাকিং শেখা জরুরী। কারন, আপনাকে কেউ কিভাবে হ্যাক করবে তা জানতে। আপনি যদি অন লাইনে কাজ করে থাকেন। সেখানে আপনার ইনকাম হয়, তাহলেতো কথাই নেই।
শেষ কথাঃ
পিশিং ছাড়াও আরো নানাভাবে হ্যাক করা যায়। তাই জানতে হবে। হ্যাকিং শিখে আপনি গড়ে নিতে পারেন আপনার ক্যারিয়ার। কারন বিশ্বের অনেক জায়ান্ট সাইট তাদের সাইটের হ্যাকিং প্রোটেকশান করতে চড়া দামে রাখেন অনেক হ্যাকার!
তাই জানতে হবে।
আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাকিং এর ৫টি শক্তিশালি সফটওয়্যার নিয়ে। এই সফটওয়্যারগুলা দিয়ে আপনি হ্যাকিং করতে পারবেন যে কোন ক্রেডিট কার্ড একাউন্ট।
এবার সফটওয়্যারগুলো নিন আর হ্যাকিং করুন ক্রেডিট কার্ড একাউন্ট। আর হ্যাকিং করার পর ডলার নিন আপনার একাউন্টে। আর মজা নেন বেশি বেশি করে। নিচে ডাউনলোড লিংক দেয়া হল, ডাউনলোড করে নিন সফটওয়্যারগুলো। তবে ডাউনলোড করা আগে একটু দেখে নিন কি কি সফটওয়্যার পাবেন এখানে। আরেকটা কথা, সামনে ইনশাআল্লাহ ক্রেডিট কার্ড একাউন্ট হ্যাকিং দেখাব।
  • Awesome Credit Card Generator
  • CC Generator AT_T
  • Credit Card Creator
  • Credit Card No Gernerater
  • Credit Card Verifier
ডাউনলোড লিংক
সবাই্কে অনেক ধন্যবাদ, আর যাদের ক্রেডিট কার্ড একাউন্ট আছে তারা সাবধান থাকবেন। কখন যে হ্যাকাররা আপনার একাউন্টের দিকে নজর দেয়। আল্লাহ হাফেজ…
আমরা সবাই বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। সফটওয়্যার ব্যবহার করতে গেলে আমাদের দরকার হয় সফটওয়্যার অনুসারে লাইসেন্স কি বা সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার আপনার কাছে নেই, তার মানে সফটওয়্যার চালানো বন্ধ, তাই না? জ্বী, হ্যাঁ আপনার কথাই ঠিক। আপনি চাচ্ছেন যদি সকল ধরনের সফটওয়্যারের সিরিয়াল কী পেতাম!!!! কোন সমস্যাই না। আপনার জন্য এনেছি প্রায় লক্ষাধিক সিরিয়াল, ১০০% হালাল (জেনুইন)। রেপিডশেয়ারে আপনার জন্য রেখে দিয়েছি। আশা করি আপনার অন্তত ২-৩ বছর যাবে এগুলো দিয়ে। মানে ২-৩ বছরের মধ্যে সিরিয়াল কোথায় পাবো, কোথায় পাবো করা লাগবে না। তো ডাউনলোড করে নিন, সাইজ মাত্র ১০ মেগাবাইট। সাজানো আছে আশা করি সিরিয়াল খুঁজতে সমস্যা হবে না।
ডাউনলোড লিংক
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু হ্যাকিং সফটওয়্যার নিয়ে। যেগুলো ছিল ২০১০ সালের সবচেয়ে মারাত্মক হ্যাকিং সফটওয়্যার, প্রায় ৮৫টি সফটওয়্যার।

  • · HOTMAIL HACKING
  • · YAHOO HACKING
  • · MSN FUN TOOLS
  • · FAKE SCREENS/PAGES
  • · OTHER HACKING TOOLS
  • · MSN Chat Monitor And Sniffer
  • · MSN Password Retriever
  • · MSN Hacker
  • · DUC Head ****
  • · HotMail HAck
  • · HotMail Hacker
  • · XE Edition
  • · HotMail HAck
  • · HotMAil Hacker
  • · MSN Passwords
  • · MSN Flooder
  • · MSN Sniffer
  • · MSN SPY Lite
  • · HotMail Hacker
  • · Gold HotMail HAcker
  • · Final Give me Ur Pass
  • · HotMail Brute orcer
  • · MSN PAssword Finder
  • · MSN Password Grabber Hack
  • · MSN Password Hack
  • · HotMAil Evolution
  • · MAgic Password Sender
  • · MSN Locker
  • · HotMail Killer
  • · Hot Freeze
  • · MessenPass
  • · HotMAil Hack !
  • · Ice Cold Reload
  • · HotMail Killer 2
  • · Yahoo Messenger Login Screen
  • · MSN Messenger 7 Login Screen
  • · MSN Messenger 5 Login Screen
  • · MSN Messenger 4.6 Login Screen
  • · HotMail Login Screen
  • · Fake Web Pages 2
  • · Fake Eeb Pages 1
  • · AOL Killer
  • · Fake Login
  • · HotMail B S Spy Saria
  • · Fake LoginsPage 3
  • · Yahoo Password etrieval
  • · Yacam Yahoo Cracker
  • · Yahoo Booster
  • · Yahoo Hack!
  • · Yahoo Password Stealer
  • · S H Yahoo Password SenderPage 4:
  • · NetWork Password Recovery
  • · Net BIOS Name Scanner
  • · FTP Password Hacker
  • · Cable Modem Sniffer
  • · Port Listening XP
  • · Blue Port Scanner
  • · www 2 IP
  • · XP Killer
  • · Sniff Password
  • · Port Scanner
  • · Fast Resolver
  • · Domain Scan
  • · Whois Domain
  • · NetRes View
  • · PHPbb Defacer
  • · Angry IP Scanner
  • · FTP Brute ForcerPage 5:
  • · Hook Tool Box
  • · Smart HAck UpLoader
  • · Remote Anything
  • · Post Sage
  • · PHPbb AttackerPage 6:
  • · Skinner
  • · MSN Bomber Man
  • · Ultimate Nick PopUpz
  • · MSN 7 Universal Patcher
  • · Emoticons Creator
  • · MSN Picture Crawler
  • · Anti Status Bomb
  • · MSN Detector
  • · Multi MSN Loader
  • · Kitle
  • · Protect Lithium
  • · Tray It!
  • · MSN Block Checker
  • · MSN Auto Responder
  • · MSN Virus CleanerDownload
তাহলে আর কি ডাউনলোড করে ফেলুন সফটওয়্যারগুলো ও ব্যবহার শুরু করে দিন।, মাত্র ৪৩ মেগাবাইট
ডাউনলোড লিংক
সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ….
আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাকিং এর এক বিশাল টিউটোরিয়াল নিয়ে। তবে আমার একটা অনুরোধ, কেউ হ্যাকিং এর মাধ্যমে কারও ক্ষতি করবেন না, দয়া করে।
undefined
আজ আপনাদের জন্য এনেছি আরেকটি হ্যাকিং টিউটোরিয়াল। এই হ্যাকিং টিউটোরিয়ালটি হল Backtrack অপারেটিং সিস্টেমের উপর। আমি এর আগে ব্যাকট্র্যাক অপারেটিং সিস্টেমকি নিয়ে একটি টুইট করে ছিলাম। আপনাদের জন্য এনেছি এই অপারেটিং সিস্টেম দিয়ে একটি হ্যাকিং টিউটোরিয়াল। এই হ্যাকিং টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে Backtrack 4 এর উপর। বর্তমানে Backtrack এর সর্বশেষ ভার্সন হল Backtrack 5. তবুও আপনাদের কোন সমস্যাই হবে না। নিচে লিংক দেয়া হল ডাউনলোডের। ডাউনলোড করে দেখে দেখে নিজে নিজে শিখুন হ্যাকিং। কিন্তু খুবই সর্তক থাকবেন। হ্যাকিং করার আগে নিজেকে রাখবেন নিরাপদ।

হ্যাকিং কোন খারাপ জিনিস না যে এটাকে সবাই ঘৃণা করবেন। হ্যাকিংয়ের মাধ্যমে কারও ক্ষতি করবে না, দয়া করে। হ্যাকিং শুধু মাত্র শিখার জন্য, কারও ক্ষতি করার জন্য নয়।

ডাউনলোড লিংক

Wupload

Uploadstation

Fileserve

আর যাদের নেট স্পীড কম তারা নিচের লিংকে যান ও ডাউনলোড করে ব্যবহার করুন।

সবাইকে নিরাপদ ও হ্যাকারদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ………
কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকবেন, সুস্থ থাকবেন ও আপনার পাশের লোকটিকে ভাল রাখতে চেষ্টা করবেন। আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাকিং এর এক বিশাল টিউটোরিয়াল নিয়ে। তবে আমার একটা অনুরোধ, কেউ হ্যাকিং এর মাধ্যমে কারও ক্ষতি করবেন না, দয়া করে।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হ্যাকিং শিখতে আগ্রহী। কিন্তু হ্যাকিং শিখতে পারছেন না সঠিক নির্দেশনার অভাবে। আজ আপনাদের কথা চিন্তা করে আজ আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটি সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল। দক্ষ, অভিজ্ঞ হ্যাকারদের দিয়ে এইটি তৈরি করা হয়েছে। এখানে প্রায় ৫২টি হ্যাকিং টিউটোরিয়াল। ডাউনলোড লিংক নিচে দেয়া আছে ডাউনলোড করে নিন। এই ৫২টি টিউটোরিয়াল আপনাদের সুবিধার্থে ৮টি পার্টে ভাগ করে দেয়া হল। ডাউনলোড করে এক্ষুনি ব্যবহার শুরু করে দিন। তবে ডাউনলোড করার আগে দেখে নিন কি কি থাকছে এই টিউটোরিয়ালটি গুলোতে।

  • A Penetration Attack Reconstructed
  • A Quick and Dirty Intro to Nessus using the Auditor Boot CD!
  • Adding Modules to a Slax or Backtrack Live CD from Windows
  • Airplay replay attack – no wireless client required
  • Anonym.OS LiveCD with build in Tor Onion routing and Privoxy
  • BackTrack LiveCD to HD Installation Instruction Video
  • Basic Nmap Usage!
  • Basic Tools for Wardriving!
  • Bluesnarfer attack tool demonstration
  • Bluesnarfing a Nokia 6310i hand set
  • Breaking WEP in 10 minutes
  • Cain to ARP poison and sniff passwords!
  • Complete Hacking Video using Metasploit – Meterpreter
  • Cracking a 128 bit WEP key (Auditor)
  • Cracking a 128 Bit Wep key + entering the cridentials
  • Cracking Syskey and the SAM on Windows Using Samdump2 and John!
  • Cracking Windows Passwords with BackTrack and the Online Rainbow Tables at Plain-Text!
  • Cracking WPA Networks (Auditor)
  • DoS attack against Windows FTP Server – DoS
  • Droop s Box Simple Pen-test Using Nmap, Nikto, Bugtraq, Nslookup and Other Tools!
  • Exploiting some bugs of tools used in Windows
  • Exploiting weaknesses of PPTP VPN (Auditor)
  • Finding Rogue SMB File Shares On Your Network!
  • Fun with Ettercap Filters!
  • How to crack the local windows passwords in the SAM database
  • How to decrypt SSL encrypted traffic using a man in the middle attack (Auditor)
  • How to sniff around switches using Arpspoof and Ngrep!
  • Install VNC Remotely!
  • Internet Explorer Remote Command Execution Exploit (CMDExe) Client Side Attack (Hi-Res)
  • Internet Explorer Remote Command Execution Exploit (CMDExe) Client Side Attack (Lo-Res)
  • John The Ripper 1.7 password cracker Installation Instruction Video
  • Local Password Cracking Presentation for the Indiana Higher Education Cybersecurity Summit 2005!
  • MAC Bridging with Windows XP and Sniffing!
  • Mass De-Authentication using void11 (Auditor)
  • Metasploit Flash Tutorial!
  • MITM Hijacking
  • Nmap Video Tutorial 2 Port Scan Boogaloo!
  • Sniffing logins and passwords
  • Sniffing Remote Router Traffic via GRE Tunnels (Hi-Res)
  • Sniffing Remote Router Traffic via GRE Tunnels (Lo-Res)
  • Sniffing VoIP Using Cain!
  • Snort Instruction video – howto install into backtrack
  • SSH Dynamic Port Forwarding!
  • Start a session and get interactive commandline access to a remote Windows box!
  • Telnet Bruteforce
  • Tunneling Exploits through SSH
  • Use Brutus to crack a box running telnet!
  • Using NetworkActiv to sniff webpages on a Wi-Fi network!
  • WEP Cracking using Aireplay v2.2 Beta 7 (Whax 3.0)
  • WMF File Code Execution Vulnerability With Metasploit!
  • WPA Cracking using Aireplay v2.2 Beta 7 (Whax 3.0)

ডাউনলোড লিংক

আর যাদের নেট স্পীড কম তারা এই লিংকে যান

সামনে আরও টিউটোরিয়াল পাবেন, ইনশাআল্লাহ…
সবাইকে অনেক ধন্যবাদ, ভাল থাকবেন, আল্লাহ হাফেজ….


আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ অনেক দিন পর হ্যাকিংয়ের উপর টিউন করতে আসলাম। আজকে আপনাদের একটি হ্যাকিং টুলস দিব এটি দিয়ে আপনি যে কোন কিছু পিশিং ফেক পেজ তৈরি করতে পারনেন। তাই এখন আর আপনাকে কোন কোডিং করতে হবে না। সোজা কয়েক ক্লিকেই হয়ে যাবে পেজ তৈরি। হু হু হু হু হু হু হা হা হা হা হা হা হা হি হি হি ইহি হি ইহিহিহিহিহ

আপনার কোন ধরনের পেজ দরকার সব ধরনের পেজই তৈরি করতে
www.freedownloadplus.com

Download file Size: 9 MB

Download

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ
হ্যাঁক দেখে অনেকে ভাবছেন কি করব? আসলে আমি লিখছি কিভাবে আমরা ADOBE  এর বিভিন্ন software কিভাবে   License ছাড়া চালাব। আমরা যারা Adobe এর Software use করি তারা কেও টাকা দিয়ে কিনতে পারিনা, তাই আমি এই Post টা লিখছি, আগে কেও লিখলে বা জানলে Please দূরে চলে যান, আর পরিয়েন্না। না জানলে পড়ুন।
১.প্রথমে অ্যাডোব এর Software এইখান থেকে Free ডাওনলোড করে নেন।
২.এবার Install করুন। ৩০ দিনের Trial ভারসন Install করবেন।
( বিঃ দ্রঃ – মনে রাখবেন Install করার সময় রেজিস্টার করবেন না। )
৩.এবার Install শেষ হলে Close করুন
৪.Computer re-start  করুন।
৫.এবার Software টি open করুন ।
৬.Trial ভারসন অথবা Register চয়েস করতে বললে Trial for 30 days এ ওপেন করুন।
৭.এবার Close করুন।
৮.ফটোশপ ( Adobe photoshop   ) হলে যে এইখান থেকে কোন একটি কী দিয়ে Activate kore nin.
আর ড্রিময়েবার ( Dreamwaber ) বা ফ্ল্যাশ ( Flash ) হলে  এইখান থেকে Download করে Crack ফাইলটা
“C:\Program Files\Adobe\Adobe Dreamweaver CS5″(ড্রিময়েবার এর জন্য ) “C:\Program Files\Adobe\Adobe Flash CS5″( ফ্ল্যাশ এর জন্য )  এর ভিতর যান। তারপর Download  করা ফাইল্টা  কপি করে দেন।
৯.এবার কাজ শেষ , সুবিধা ভোগ করার পালা।
১০. কম্পিউটার Re-start করে নিতে পারেন , তারপর এবার নিশ্চিন্তে ব্যাবহার করুন।
কাজ হলে জানাবেন,
সবাইকে সালাম । আশা করি ভাল আছেন ।
আমরা ( আমি ) অনেকেই ভাবি যদি কম্পিউটার বাংলায় চলত , কি ভালই না হত। সব কিছু বাংলায় দেখতে পাব যে ভাষার অর্জনর জন্য ৩০ লক্ষ্য মানুষ প্রান দিয়েছে ,   আর আমরা তা বাছানোর জন্য চেষ্টা করে যাচ্ছি ।আপনার কম্পিউটার ওপেন করার সাথে সাথে যদি দেখতে পান সবকিছু আপনার সেই  প্রিয় মাতৃভাষায়? বেশ মজাই লাগত, তাইনা? কালকে একটি সফটওয়্যার এর খোজ পেয়েছি যা ইন্সটল করলে আপনার  উইন্ডোজ ভার্সনকে বাংলায় দেখতে পাবেন। এইটা শুধুমাত্র   উইন্ডোজ ৭ এর নতুন ভার্সন এ কাজ করবে , আমি ইন্সটল করেছি । আপ্নিও করতে পারেন
বাংলা সেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১.প্রথমে নিচের দেয়া লিঙ্ক থেকে mlc ফাইলটি নামিয়ে নিন.
২.এবার তা ইন্সটল করুন,
৩.ইন্সটল করা শেষ হলে রি-স্টারট করুন আপনার পি।সি.
৪.আপনার ইন্টারফেস বাংলায় পরিবর্তন হয়েছে।
কিছু ছবিঃ
১.Start Menu:

২.ফাইল খোলার সময়ঃ

৩.খালি স্ক্রিন এ মাউস এর ডানবাটন ক্লিক করলেঃ

ডাউনলোড

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER